কর্পোরেশনের পরিচালনা পর্ষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত। একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ ৬ (ছয়) সদস্যের সমন্বয়ে গঠিত। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের নির্বাহী এবং পদাধিকার বলে পরিচালনা পর্ষদের একজন সদস্য। কর্পোরেশনের সার্বিক নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনা পরিচালনা পর্ষদ দিয়ে থাকে।
সরকারী নির্দেশনার আলোকে কর্পোরেশনের কার্যক্রম বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও প্রশাসন পরিচালনার দায়িত্ব ও এখতিয়ার পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত। এছাড়াও কর্পোরেশনের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করে পরিচালনা পর্ষদ। এ ক্ষেত্রে সরকারের প্রদত্ত সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য করা হয়। পরিচালনা পর্ষদের কার্য সম্পাদনের নিমিত্তে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বা কর্পোরেশনের অন্য যে কোন কার্যালয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করেন এবং মহাব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা করেন।
কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকগণের পরিচিতি ও টেলিফোন নম্বর
ছবি |
নাম ও পদবী |
বর্তমান কর্মস্থল ও পদবী |
টেলিফোন |
প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, সিপিএফএ(ইউকে), সিআইএফআরএস, এমবিএ |
প্রফেসর |
অফিস: ৯৫৮২১৮৫ বাসা:০৩১-৬৫৬২১৯ Email:salimtahia@yahoo.com |
|
![]() |
জনাব নীলুফার আহমেদ পরিচালক, পরিচালনা পর্ষদ |
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব) |
অফিস: ৫৫০২৯৪৩৯ বাসাঃ ৯১২৮৮০৩০ E-mail: neelufar.sa@pmo.gov.bd |
![]() |
জনাব মো: মনিরুজ্জামান পরিচালক, পরিচালনা পর্ষদ |
অতিরিক্ত সচিব |
অফিস: ৯৫৪৫৪৩৯ বাসা: ৪৪৬১২৪০০ Email: monirpad22@gmail.com |
![]() |
প্রফেসর ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী পরিচালক, পরিচালনা পর্ষদ |
প্রফেসর, |
অফিস: ৯৫১৫০৩৬ বাসা: ৮৯৫৮৫০৫ Email: mhkchowdhury@yahoo.com |
![]() |
জনাব তপন কুমার ঘোষ পরিচালক, পরিচালনা পর্ষদ |
সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক |
বাসাঃ ৮৩৩২৮৬৯ Email: tapon1952@gmail.com |
![]() |
জনাব মোঃ আফজাল করিম ব্যবস্থাপনা পরিচালক |
ব্যবস্থাপনা পরিচালক |
অফিস: ৯৫৬১৩১৫, ৯৫৬২৭৬৭ বাসাঃ ৫৮৩১২৩২৫ Email: md@bhbfc.gov.bd |